সাতক্ষীরায় বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন কালে এমপি রবি
মীর আবু বকর \ সাতক্ষীরায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৩ উদ্বোধন করা হয়েছে। “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য গুদামে চত্বরে গতকাল বেলা ১২ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি ফিতা কেটে ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এসময় বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে। দেশে উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কৃষকদের বিনামূল্যে সার বীজ প্রদান করছে। বাংলাদেশ থেকে খাদ্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। আমাদের দেশে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি অচিরায় বাস্তবায়ন হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সবুর, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, সাধাঃ সম্পাদক মোঃ আব্দুল গফফার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধাঃ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদর উপজেলা রাইচ মিল সমিতির সভাপতি মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, সাধাঃ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সরকারিভাবে সাতক্ষীরা সদর উপজেলার খাদ্য গুদামে প্রতি কেজি চাল ৪৪ টাকা ও প্রতি কেজি ধান ৩০ টাকা দরে ক্রয় করা হবে। সদর উপজেলার চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯২০৯ মেট্রিক টন ও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮১৩ মেট্রিক টন। উল্লেখ্য জেলার চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭৮০১মেট্রিক টন ও ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬১৯২ মেট্রিক টন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খাদ্য গুদামের ইনচার্জ এস এম আমিনুর রহমান বুলবুল।