শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

দেশে করোনাভাইরাসে শনাক্তের হার ৬ শতাংশ ছাড়িয়েছে, মৃত্যু ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: দেশে গত এক দিনে ১৫৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে একজনের। সংক্রমণ ও মৃত্যু গত একদিনে তুলনামূলক কমলেও নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার বেড়ে ৬ শতাংশ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করে ১৫৫ রোগী শনাক্ত হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় ৬ দশমিক ৫১ শতাংশ। আগের দিন এই হার ৫ দশমিক ৬৮ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১২ হাজার ৫৩১ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩২৭ জনে। গত ২৪ ঘণ্টায় ১০২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৭ হাজার ৭৭ জন। গত একদিনে যে ১৫৫ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাদের মধ্যে ১২৫ জনই ঢাকা বিভাগের। গত একদিনে দেশের ৫৪টি জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একদিনে কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রংপুর বিভাগে গত এক দিনে কোনো নমুনাই পরীক্ষা হয়নি। গত একদিনে যিনি মারা গেছেন, তিনি সিলেট বিভাগের বাসিন্দা। ষাটোর্ধ ওই পুরুষ ব্যক্তি একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৪ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬০ কোটি ৩৭ লাখের বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com