বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী উদ্বোধন করলো ভারত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : ভারত তার নৌবহরে নতুন একটি বিমানবাহী রণতরী সংযোজন করলো। ভারতেই তৈরি হওয়া এই রণতরীর নাম আইএনএস বিক্রান্ত। গতকাল শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালার কোচিন শিপইয়ার্ডে জমকালো অনুষ্ঠানে রণতরীটি উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৬২ মিটার উঁচু, ৬২ মিটার প্রশস্থ আইএনএস বিক্রান্তের ওজন ৪৫ হাজার টন এবং এটি নির্মাণে ভারতের খরচ হয়েছে ২০ হাজার কোটি রুপি। প্রায় ১৬শ ক্রু থাকার ব্যবস্থা রয়েছে এই রণতরীতে। এ ছাড়া মিগ-২৯কে-সহ ৩০টি বিমান ওঠানামা করার সুবিধা থাকবে আইএনএস বিক্রান্তে। এ ছাড়া আইএনএস বিক্রান্তে যে সব মেশিন বা সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, সেগুলোও নেওয়া হয়েছে ভারতেরই বিভিন্ন সংস্থা থেকে। বিমানবাহী এই রণতরী উদ্বোধনের পর মোদি বলেন, আগে ভারতের জন্য যা কল্পনাও করা যেত না, এবার সেটিই সত্যি হলো। এ সময় মোদি, শিপইয়ার্ডের সব ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক ও শ্রমিকদের অভিনন্দন জানান। প্রায় ১০ বেশি সময় ধরে নির্মাণ কাজ শেষে গত বছরের ২১ আগস্টে এই রণতরীর ‘সি ট্রায়াল’ শুরু করা হয়েছিল। প্রায় এক বছর ধরে এই ট্রায়াল চলছিলো। এখন নৌবাহিনীর কমান্ড পাওয়ার পর এভিয়েশন ট্রায়াল অনুষ্ঠিত হবে। বিক্রান্তের আগে ভারতের কাছে একটি মাত্র বিমানবাহী রণতরী ছিলো, আইএনএস বিক্রমাদিত্য, যেটি একটি রাশিয়ার তৈরী। উলে­খ্য, আইএনএস বিক্রান্ত নামে ভারতের কাছে আগেও একটি রণতরী ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সে সময় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছিল আইএনএস বিক্রান্ত। নব্বইয়ের দশকের শেষের দিকে বিক্রান্ত অবসর নেয়। ভেঙে ফেলা হয় জাহাজটি। তারই স্মৃতিতে একই নামে ভারতে তৈরি করা হয়েছে এই যুদ্ধজাহাজ। ভারতীয় নৌসেনা নতুন যুদ্ধজাহাজকে তার অস্ত্রাগারের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছে। ভারত এখন তার পূর্ব এবং পশ্চিম উভয় সমুদ্র তীরে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করতে পারে এবং তার সামুদ্রিক উপস্থিতি প্রসারিত করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com