খুলনা প্রতিনিধি ॥ গত ১২ ডিসেম্বর ২০২৪ খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ণড়ঁঃয ঋবংঃরাধষ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আগামীর দেশ ও জাতি গঠনে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। কিন্ত দুঃখজনক হলেও সত্য মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে আমাদের তরুণ প্রজন্ম। মাদকের কারণে বেড়ে যাচ্ছে সামাজিক অবক্ষয়, নৈতিক মূল্যেবোধ হারাতে বসেছে তরুণ সমাজ। ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন, নষ্ট হচ্ছে পারস্পরিক আস্থা-বিশ্বাস। আমাদের পরবর্তী বংশধরকে মাদকের নেতিবাচক প্রভাব থেকে বাঁচাতে হলে পরিবার ও সমাজ জীবন থেকে মাদক তথা নেশাজাতীয় দ্রব্য উৎখাত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। জাগাতে হবে বিবেক, গড়ে তুলতে হবে সামাজিক সচেতনতা। যুবসমাজকে নিয়মিত লেখাপড়া, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করতে হবে। মাদকের পাশাপাশি যৌতুকও আমাদের সমাজের আরেকটি ব্যাধি। যৌতুকের অভিশাপে বহু সংসার অবলীলায় ভেঙ্গে যাচ্ছে। যৌতুক প্রথা বিলোপে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। বর্তমান সময়ে প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে সহজ এবং আরামদায়ক করে দিয়েছে। ছোট্ট একটা স্মার্টফোনের মাধ্যমে দুনিয়া এখন হাতের মুঠোয়। একদিকে যেমন সুফল বয়ে এনেছে, তেমনি এর অতিরিক্ত ব্যবহারে রয়েছে নানা পার্শ্বপ্রতিক্রিয়া। অভিভাবকদের খেয়াল রাখতে হবে আমাদের সন্তানরা যেন অতিরিক্ত স্মার্টফোনে আসক্ত না হয়ে পড়ে। একটি সুন্দর দেশ ও জাতি গঠনে তরুণ প্রজন্মকে সঠিকভাবে কাজে লাগাতে সমাজের প্রতিটা শ্রেণী-পেশার লোককে তাদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে ইউনিসেফের খুলনা প্রতিনিধি, বাংলাদেশ বেতার খুলনার কর্মকর্তা-সহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।