এড. তপন কুমার দাশ ঃ সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবী সমিতি পরিচালনা কমিটির আহবায়ক জিপি এড. শম্ভুনাথ সিংহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। তিনি বলেন, দেশ স্বাধীন না হলে বাংলাদেশের জন্ম হতো না। স্বাধীনতা যুদ্ধে যাহারা জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছেন তাদেরকে সম্মান দেখানো উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভোলেনি কৃতজ্ঞ বাঙালি। এই দিনে গোটা জাতি শপথ নিয়েছে জঙ্গিবাদ সন্ত্রাস ও মৌলবাদ মুক্ত অসা¤প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক এমজি আযম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ুন কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বারের সাবেক সভাপতি এড. এসএম হায়দার আলী, অতিরিক্ত পিপি এড. আব্দুস সামাদ প্রমুখ। এছাড়া বিচার বিভাগের সকল বিচারকবৃন্দ ও আইনজীবীগন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি এড. অনিত মুখার্জী।