স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকার এক দশক পদার্পন উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকালে এলজিইডি হলরুমে কালের চিত্রের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজা রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, জাতীয়পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সাঃ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লাইলা পারভীন সেজুতি। বক্তারা বলেন, দৈনিক কালের চিত্র মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষে সংবাদ প্রকাশ করে। পত্রিকাটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী কর্মকান্ড রুখে দিতে সংবাদ পরিবেশ করে যাচ্ছে। এর পূর্বে ভার্চুয়ালি অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃ আফম রুহুল হক এমপি ও সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুলাহ। বক্তারা দৈনিক কালের চিত্র পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিছুর রহিম, আর টিভি জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, ইন্ডিপেডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবুল কাশেম, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, কাজী শহীদুল হক রাজু, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহম তারেক উদ্দীন প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।