বিলাল হুসাইন নগরঘাটা থেকে ঃ দৈনিক দৃষ্টিপাতের পাঠক ও নগরঘাটা ইউনিয়নের প্রবীণ শিক্ষক মীর আলী মাস্টার আর নেই। শুক্রবার ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি——–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। জানাগেছে, ঐ শিক্ষক সকলের কাছে ছিলেন অত্যন্তজনপ্রিয়। তার নাম শোনার পর সকলে এক বাক্যে চিতনে পারতেন তিনি এলাকায় সকলের প্রতি আস্থা ও বিশ্বাস অর্জন করেই জীবন সংগ্রাম অতিক্রম করেছেন। নাম মোঃ মীর আলী শেখ। ১৯৩০ সালে ১ লা সেপ্টেম্বর তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বাগপাড়া গ্রামে একটি সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন তিনি। তাঁর পিতার নাম মৃত্যু শাহাজাহান আলী শেখ। মাতার নাম মৃত্যু ফুঁলজান বিবি। সংসারিক জীবনে তাঁর এক ছেলেসহ ৬ কন্যা সন্তান রয়েছে। ১৯৫১ সালে ১৫ আগষ্ঠ সরুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে তাঁর কর্ম জীবন শুরু করেন। সহ বিভিন্ন বিদ্যালয় শিক্ষকতা করেন। পরে ১৯৮৭ সালের ৩০ আগষ্ঠ রহমতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহন করেন। তাঁর হাতে গড়া অসংখ্য ছাত্র ছাত্রী আজ সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত রয়েছেন। তার পরিবার সূত্রে জানা যায় দৈনিক দৃষ্টিপাতের জন্ম লগ্ন থেকেই তিনি একজন নিয়োমিত পাঠক। সেই থেকে এই পত্রিকাটি বুকের মধ্যে ধারণ করে নিয়ে ছিলেন। জুমার নামাজ বাদ জানাজা শেষে তার নিজ পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হয়।