বিলাল হুসাইন নগরঘাটা থেকে ঃ সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচারিত পাঠক নন্দিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় গত ১৯ জুলাই “বিনেরপোতা স্টীলের ব্রীজটি বেশ ঝুকিপূর্ণ, দূর্ঘটনায় কবলিত পথচারীরা, দ্রুত সংস্কারের দাবি ” শিরোনামে একটি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীমের দৃষ্টিগোচর হলে ব্রীজটি দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহন করেন। যার ফলশ্রুতিতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। এছাড়া দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ভুক্তভোগী পথচারীরা। বীজটি দ্রুত সংস্কার হওয়াতে লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম ও ইউপি সদস্য বাবু বিশ্বনাথ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পথচারীসহ এলাকাবাসী।