জানিয়ে নবর্বষের ডাইরি ও ক্যালেন্ডার উপহার দিয়েছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। গতকাল সোমবার রাতে সাতক্ষীরা জামায়াতের সহকারী সেক্রেটারী ও আলোর পরশ পত্রিকার নির্বাহী সম্পাদক অধ্যাপক ওবায়দুল্লাহর নেতৃত্বে একটি টিম নববর্ষের শুভেচ্ছা জানান। এসময় দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, ছাত্রশিবিরের শহর সভাপতি আল মামুন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, সাবেক জেলা সভাপতি আব্দুল গফফার, শহর ছাত্রশিবিরের সেক্রেটারী মেহেদী হোসেন, জেলা সাহিত্য সম্পাদক মতিউর রহমান উপস্থিত ছিলেন। এসময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল মোবাইলে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামকে শুভেচ্ছা জানান।