বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থীর নির্বাচন প্রস্তুতি উপলক্ষ্যে গতকাল বেলা ১১ টায় পদ্মপুকুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে এবং বিকাল ৪ টায় গাবুরা ইউনিয়ন আ’লীগের আয়োজনে স্ব স্ব দলীয় কার্যালয়ে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে স্ব স্ব ইউনিয়ন আ’লীগের সভাপতি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আ’লীগ দলীয় নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি দিতে পারে একমাত্র আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ দেশ ও মানুষের কথা চিন্তা করে। মুক্তিযুদ্ধের সময় সবাই একত্রিত হয়ে যে ভাবে এদেশকে স্বাধীন করেছিল তেমনি ভাবে, দলীয় স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করতে সকল কোন্দল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন, শিল্প ও বাণিজ্যি বিষয় সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার ও মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, গাজী গোলাম মোস্তফা বাংলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক মিসেস খালেদা আইয়ুব ডলি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।