খুলনা প্রতিনিধি \ গতকল রাতে দৌলতপুর থানা পুলিশ দেয়ানা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করেছেন পুলিশ সূত্রে জানা যায়। তারা হলো (১) মোঃ মাজেদুল ইসলাম (৩১), পিতা—মোঃ আক্কাস আলী, সাং—দেয়ানা মোল্লাপাড়া, থানা—দৌলতপুর, জেলা—খুলনা, ২) ইদ্রিস শেখ (৫৪), পিতা—মৃত: শামসুর শেখ, সাং—দেয়ানা উত্তরপাড়া, থানা—দৌলতপুর, জেলা—খুলনা, ৩) লুকু @ লালন (৫০), পিতা—মতৃ: বজলু রহমান, সাং—দেয়ানা উত্তরপাড়া, থানা—দৌলতপুর, জেলা—খুলনা এবং ৪) শেখ নাসিম (৪২), পিতা—মৃত: শেখ ইউনুস সাং—গাইকুড় পূর্বপাড়া, থানা—আড়ংঘাটা, জেলা—খুলনাদের’কে জুয়া খেলার সরঞ্জামাদিসহ জুয়ার আসর হতে ৬৩০ টাকা ২ সেট তাস জব্দ করা হয়েছে । আটক কৃত ৪ জন এর বিরুদ্ধে দৌলতপুর থানায় জুয়া আইনে মামলা রুজু হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি মোহাম্মদ আহসান হাবীব পিপিএম।