বিশেষ প্রতিনিধি \ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়নের সফলতা প্রচারে গণসংযোগ করা হয়েছে। গতকাল ২৩ সেপ্টেম্বর শুক্রবার কালিগঞ্জ উপজেলার রতনপুর ও কদমতলা বাজার সহ বিভিন্ন এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের সফলতা প্রচার ও আগামী দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে সাতক্ষীরা ০৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আ’লীগ ও এর অঙ্গ সহযোগে সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে নির্বাচনীয় গণ সংযোগ করলেন শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। গণসংযোগে উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়নের সফলতা-মেগা প্রকল্প: স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, ঘরে ঘরে বিদ্যুৎ, বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১, পায়রা বন্দর, বঙ্গবন্ধু টানেল, শতভাগ করোনা টিকা নিশ্চিতকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুজিব শতবর্ষ উপলক্ষে হাজার হাজার ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান, মসজিদ-মাদ্রাসা, মন্দিরের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অসংখ্য উন্নয়নের সফলতা প্রচার করে উন্নয়নের অগ্রযাত্রার অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলের কাছে মূল্যবান ভোট এবং দোয়া প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজী টোকন, শ্যামনগর উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম সালাউদ্দিন আহমেদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমুছ সাদাত রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ফজলুর রহমান, সমাজসেবক আলহাজ্ব মোঃ সামসুর সরদার, শ্বরীপুর ইউপি সদস্য মোঃ রাশেদুল ইসলাম সহ ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।