এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৮ সাতক্ষীরা-০৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে সর্বশেষ এ পর্যন্ত বিভিন্ন দল থেকে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে। প্রার্থীরা হলেন-বর্তমান সংসদ সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, মহাজোটের প্রার্থী হিসেবে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য ও হুইপ এইচ এম গোলাম রেজা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জি এম শফিউল আজম লেনিন, বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জি এম শফিউল্লাহ, সাতক্ষীরা জেলা আ’লীগের উপদেষ্টা ও ছাত্রলীগ রোকেয়া হল শাখার সাবেক সভাপতি শেখ মাসুদা খানম মেধা, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাবেক পুলিশ কর্মকর্তা (এসপি) আলহাজ্ব শেখ আতাউর রহমান, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক বাবলুর রহমান বাবলু, শ্যামনগর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান আনিচ, জেলা আ’লীগের সদস্য ও অতিরিক্ত পিপি সাতক্ষীরা জর্জ কোর্ট এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, বাংলাদেশ আ’লীগ ইটালি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহমেদ, কালিগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, জাতীয় পার্টির মহিলা কেন্দ্রীয় কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমান। উল্লেখ্য আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। অর্থাৎ, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। ৭ জানুয়ারি ২০২৪ সারাদিন ব্যাপী ভোট উৎসব। এবার ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে।