বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (শ্যামনগর কালিগঞ্জ আংশিক) আ’লীগ দলীয় প্রার্থীর নির্বাচন প্রস্তুতি উপলক্ষ্যে শ্যামনগর উপজেলায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় শ্যামনগর সদর ইউনিয়ন (পৌরসভা) আ’লীগের আয়োজনে বঙ্গবন্ধু মার্কেটে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শ্যামনগর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের আ’লীগ দলীয় নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব এস এম আফজালুল হক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মুজিবর রহমান, স ম আব্দুস সাত্তার ও মোঃ মোশারফ হোসেন, সুশান্ত বিশ্বাস বাবুলাল ও গাজী গোলাম মোস্তফা বাংলা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, দুর্গাপদ চক্রবর্তী প্রমুখ। সভায় বক্তারা দলীয় স্বার্থে, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলনকে বিজয়ী করতে দলের ভিতরে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয় করার আহ্বান জানান।