বিশেষ প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ (শ্যামনগর কালিগঞ্জ আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নির্বাচন প্রস্তুতি উপলক্ষ্যে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ ডিসেম্বর সোমবার বেলা ১২ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ইউনিয়ন আ’লীগের সভাপতি অসীম কুমার জোয়ারদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সংগঠনিক সম্পাদক জিএম শফিউল আজম লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক একে এম জাফরুল আলম বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার ও মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক মিসেস খালেদা আইয়ুব ডলি, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, ইউপি চেয়ারম্যান জি এম শোকর আলী, সাবেক ছাত্রনেতা শেখ ফারুক হোসেন প্রমুখ। সভায় বক্তারা দলীয় স্বার্থে, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলনকে বিজয়ী করতে দলের ভিতরে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয় করতে সকলের প্রতি আহ্বান জানান।