বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস স্পোর্টস: বুধবার রাতে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সৌদি আরবের ক্লাব আল হিলালকে ১-০ গোলে হারায় ইংলিশ ক্লাব চেলসি। ব্লুজদের হয়ে একমাত্র গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলো লুকাকু। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে পা দিল চেলসি। এর আগে ২০১২ সালে এই আসরের ফাইনালে খেললেও ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়াসের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল চেলসির। চেলসির নিয়মিত প্রধান কোচ থমাস টুচেল করোনায় আক্রান্ত হওয়ায় এ ম্যাচে চেলসির ডাগআউটে বসেন সহকারী কোচ সল্ট জো। ম্যাচে ৫৪ শতাংশ বল দখলের পাশাপাশি ১৫টি শট নেয় চেলসি। বিপরীতে আল হিলার শট নেয় ১২টি। পুরো ম্যাচেই চেলসির সঙ্গে সমানে সমান খেলে সৌদির ক্লাবটি। আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ হয় ম্যাচ। প্রথমার্ধে চেলসি এক গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে আল হিলাল ম্যাচে ফেরার চেষ্টা চালালেও আর লক্ষ্য ভেদ করতে সক্ষম হয়নি। রোমেলো লুকাকু ম্যাচের একমাত্র গোলটি করেন ৩২ মিনিটে। বাঁ দিকে বক্সে দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে ঠেলে দেন কাই হ্যাভার্টজ। সেখানে আল হিলালের এক ডিফেন্ডার হেডে ক্লিয়ার করার চেষ্টা করলে বল পেয়ে যান লুকাকু, সেখান থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান এই বেলজিয়ান ফরোয়ার্ড। ফাইনালে চেলসির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। গতরাতে মিসরের ক্লাব আল আহলিকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। ১২ ফেব্র“য়ারি রাত ১০টা ৩০ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com