ঢাকা ব্যুরো ॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে সঠিক সংখ্যাটি আগামীকাল (আজ বুধবার) জানা যাবে। গতকাল বিকেল ৫টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, উল্লেখযোগ্য অনিয়ম ও গোলযোগ ছাড়াই উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুই এক জায়গায় কিছুটা সমস্যা হয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনে প্রশাসন তৎপর ছিল। ভোটের হার কম হওয়া প্রসঙ্গে সিইসি বলেন, দেশের প্রধানতম রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, এছাড়া তারা ভোট না দিতে লিফলেট বিতরণ করেছে। এজন্য ভোটার উপস্থিতি কম হতে পারে।