এস এম জাকির হোসেন/সাইদুর রহমান চঞ্চল শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর ও গাবুরায় সড়ক যোগাযোগের জন্য বহুল প্রতীক্ষিত নওয়াবেকী-পাখিমারা ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা সড়ক বিভাগের আয়োজনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে খোলপেটুয়া নদীর দুই তীরের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ ও দ্রুততর করতে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নওয়াবেকী-পাখিমারা ফেরিঘাট নির্মাণ ও ফেরি সার্ভিস প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাতক্ষীরা মোঃ তানজিলুর রহমান, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী (ফেরি বিভাগ) মোঃ আজম শেখ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদুলাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর প্রমুখ। সভায় বক্তারা, দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর ও গাবুরার জনগণের দীর্ঘদিনের স্বপ্ন এই ফেরি সার্ভিস এর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। নওয়াবেকী-পাখিমারা ঘাটে ফেরি সার্ভিস চালুর ফলে উপকূলীয় পদ্মপুকুর, গাবুরা, আশাশুনি উপজেলার প্রতাপনগরসহ পার্শ্ববর্তী কয়রা উপজেলার জনগনের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রত্যন্ত উপকূলীয় এলাকায় ফেরিটি উপহার দেওয়ায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র ভূয়সী প্রশংসা করা হয় এবং তার দীর্ঘায়ু কামনা করা হয়।