দৃষ্টিপাত রিপোর্ট \ দ্রব্যমূল্যের বাজারে পাগালা ঘোড়া ছুটে চলার শেষ নেই, রমজান শুরুর আগেই পণ্য সামগ্রীর বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধির অশুভ তৎপরতা বর্তমানে ও চলমান, পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির সাথে বিদ্যুৎহীনতায় বিপর্যস্থ জনজীবন। সাতক্ষীরা শহরের বিদ্যু সরবরাহে ঘাটতি তেমন দেখা না গেলেও উপজেলা ভিত্তিক পলী বিদ্যুতের অব্যাহত লোডশেডিং রোজাদারদের পাশাপাশি সব শ্রেনির মানুষের অতিষ্ট করে তুলছে। ইফতারী, সেহরী, তারাবি সব ক্ষেত্রেই পলী বিদ্যুতের লোডশেডিং। প্রখর রৌদ্রতাপ, লু-হাওয়া, তাপদাহ তার উপর পলী বিদ্যুতের লুকোচুরী জনজীবনকে সত্যিকার অর্থে অতিষ্ট করে তুলেছে। সাতক্ষীরা পলী বিদ্যুতের লোডশেডিং এমন পর্যায়ে পৌছেছে যে জনসাধারন বিদ্যুতের বিকল্প পথেই হাটতে চাইছে। গত কয়েকদিন যাবৎ ইফতারি ও তারাবীর মাঝে আমরা শুরুতে বিদ্যুৎ নেই বিদ্যুৎ হীনতা, কোন ধরনের পূর্ব ঘোষনা ব্যতিত চলছে পলী বিদ্যুতের লোডশেডিং। জনসাধারনের জীবন যাত্রায় বিদ্যুতের নিরবিচ্ছিন্নতার বিকল্প নেই, অথচ সেই বিদ্যুতের অভাব আর বারবার লোডশেডিং কতটুকু বিপর্যয়কর তা কেবল ভুক্তভোগীরাই বুঝবেন। জনসধারনের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। গ্রাহকদের আগাম জানানোর বিষয়টি নিশ্চিত করার বিধান থাকলেও সাতক্ষীরার পলী বিদ্যুৎ কর্তৃপক্ষ সে বিষয়ে গ্রাহক সুবিধার কথা বিবেচনায় রাখছে না। জেলার বিভিন্ন এলাকায় সা¤প্রতিক সময়ে বিদ্যুৎ বিকল্প লাইটিং ব্যবসা চলছে জেনারেটারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবসাকে উৎসাহিত করতে পলী বিদ্যুতের অব্যাহত লোডশেডিং কিনা এমন কথকথা জনসাধারনের মাঝে আলোচনা চলছে। রমজানের বিদ্যুৎ গ্রাহকরা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।