স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় দ্রুতগামী সোহাগ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ডুমরে মুচড়ে গেছে। ঘটনাটি গতকাল ভোর রাতে শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট মোড়ে ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের “ঢাকা মেট্রো- ব ১৪-৬৯৩২” নং এসি বাসটি ভোর রাতে শহরের প্রধান সড়ক নিউমার্কেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে কৃষ্ণচূড়া গাছের সজোরে ধাক্কা লেগে মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলিত হয়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাথে সাথে ২টি কৃষ্ণচূড়া গাছে উপড়ে যায়। রাস্তার পাশে ড্রেন স্লাপ ও টেলিফোনের খুটি ভেঙ্গে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বাস থেকে যাত্রীদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়। তবে কোন যাত্রীর হতাহত খবর পাওয়া যায়নি। পরে পুলিশের ক্রন গাড়ি দিয়ে বাসটি টেনে সরিয়ে নেওয়া হয়। চালক ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।