এফএনএস বিদেশ: দক্ষিণ আফ্রিকার ডারবানের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে মহাসড়কে গত শুক্রবার একটি বড় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ১৬ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। দেশটির আঞ্চলিক সরকার একথা জানিয়েছে। খবর এএফপি’র। দেশটির কয়াজুলু-নাতাল প্রদেশের পরিবহণ মন্ত্রণালয় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাসটিতে মোট ১৯ জনকে বহন করা হচ্ছিল। এদের মধ্যে তিনজন প্রাপ্ত বয়স্ক ছিলেন। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে ছিল। আঞ্চলিক পরিবহণমন্ত্রী সিফো হলমুকা এক বিবৃতিতে বলেন, এভাবে ‘অনেক শিশুর চিরতরে চলে যাওয়া খুবই মর্মান্তিক।’ এস্বাতিনী সীমান্তবর্তী পঙ্গোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার সড়কগুলো মহাদেশটির অন্যান্য দেশের তুলনায় অনেক ভাল হলেও দেশটির অধিকাংশ দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করা হয়ে থাকে।