রবিবার, ০৪ মে ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দ. কোরিয়ানদের ভিসা স্থগিত করল চীন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

এফএনএস বিদেশ : দক্ষিণ কোরিয়ায় চীনা ভ্রমণকারীদের কোভিড-১৯ পরীক্ষার পাল্টা ব্যবস্থা হিসাবে দেশটির নাগরিকদের ভিসা স্থগিত করেছে চীন। গত মঙ্গলবার সিউলের চীনা দূতাবাসের অনলাইনে পোস্ট করা একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় ‘চীনা পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবস্থা’ প্রত্যাহার না করা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এতে বিস্তারিত আর কোনো বিবরণ দেওয়া হয়নি, যদিও চীন সেই দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। চীনে ভ্রমণকারীদের জন্য গত ৪৮ ঘণ্টার মধ্যে নেওয়া কোভিড-১৯-এর নেতিবাচক পরীক্ষার ফলাফল দেখাতে হবে। চীনে প্রবেশকারী ভ্রমণকারীদের জন্য একই ব্যবস্থা প্রয়োজন। বেইজিংয়ের বিরুদ্ধে চীনের প্রাদুর্ভাবের অবস্থার তথ্য গোপন রাখার অভিযোগ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে চীন থেকে আগত ভ্রমণকারীদের জন্য কোভিড নেতিবাচক পরীক্ষার শর্তারোপ করেছে। চীন হঠাৎ করে গত মাসে তার কঠোর মহামারি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাগুলোকে উল্টে দিয়েছে। এটি বলেছে যে প্রাদুর্ভাবের পরিবর্তনশীল প্রকৃতি ছিল। এটি তিন বছরের লকডাউন, কোয়ারেন্টাইন এবং গণহারে পরীক্ষার পরে এসেছিল যা বেইজিং এবং অন্যান্য বড় শহরগুলোতে প্রতিবাদের সৃষ্টি করেছিল। যা তিন দশকে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com