শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি ॥ আশাশুনির শ্রীউলার কলিমাখালী শেখ বাড়ী বাইতুর রহমান জামে মসজিদসহ শ্রীউলার মসজিদে-মসজিদে পবিত্র শবেবরাত পালিত হয়েছে।রবিবার এশার নামাজ শেষে কলিমাখালী শেখ বাড়ী বায়তুর রহমান জামে মসজিদে পবিত্র শবেবরাত বা ভাগ্য রজনী পালন করা হয়েছে। লাইলাতুল বরাত তথা মহিমান্বিত এ ভাগ্য রজনী’র গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন আলহাজ্ব মাওঃ ফয়জুর রহমান ও হাফেজ মাওঃ হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে বিশেষ দোয়া, রাসুল (সা)এর শানে দুরুদ পাঠ, মিলাদ ও মুসলিম উম্মাহর জন্য প্রাণ খুলে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা ফয়জুর রহমান। অনুরূপভাবে কলিমাখালী মাদ্রাসা জামে মসজিদ,কলিমাখালী পূর্বপাড়া জামে মসজিদ, নাছিমাবাদ গাজী বাড়ী জামে মসজিদ ,ফকির বাড়ী জামে মসজিদ,, লাঙ্গল দাড়িয়া জামে মসজিদ সহ শ্রীউলা ইউনিয়নের প্রায় প্রত্যেকটি মসজিদে পবিত্র লাইলাতুল বরাত তথা মহিমান্বিত এ বাগ্য রজনী’র গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা, দুরুদ পাঠ শেষে সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়েই পবিত্র লাইলাতুল বরাত উদযাপন করা হয়।