ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: ধলবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ধলবাড়িয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে গতকাল সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেনের নেতৃত্বে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা হয়। সভায় দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া, দুর্যোগ পূর্ব প্রস্তুতি সহ সর্বদা দুর্যোগ সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সদস্য, সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা কমিটির সদস্য, যুব স্বেচ্ছাসেবক সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।