ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: ধলবাড়িয়া ইউনিয়নের খড়মী উদয় যুব সংঘ মাঠে সমাজের সহনশীলতা বৃদ্ধির জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক গণসচেতনতামূলক পটগান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসডিআরআর প্রকল্পের সহযোগিতায় এবং সুন্দরবন থিয়েটারের পরিবেশনায় শিল্পীরা দুর্যোগের পূর্ব প্রস্তুতি, দুর্যোগের সময় এবং দুর্যোগের পরবর্তী সময়ে করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে পট গান পরিবেশন করেন।