ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ ধলবাড়িয়া ইউনিয়নে বারি সরিষা -১৪ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ ঘটিকায় গোবিন্দপুর ফুটবল মাঠে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী শওকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সফিক আল সারা। তারালী উপ সহকারী কৃষি অফিসার মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। বক্তরা বলেন বারি সরিষা -১৪ অল্প সময়ে এবং অল্প খরচে অধিক পরিমাণে ফলন উৎপাদিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়নের উপ সহকারী কর্মকর্তা তাপস কুমার মলিক। এসময়ে উপস্থিত ছিলেন ধলবাড়িয়ার বারি সরিষা -১৪ উৎপাদনে কৃষকবৃন্দ।