ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: ধলবাড়িয়া ইউনিয়নের বাহাদুরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর এসডিআরআর প্রকল্পের সহযোগিতায় এবং খড়মী উদয় যুব সংঘের আয়োজনে গতকাল সকাল ১০ টায় কালিন্দী নদীর বেড়ীবাঁধের উপরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ধলবাড়িয়া ইউনিয়নের নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাসকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে টেকসই ভেড়িবাঁধ চাই, নারী বান্ধব সাইক্লোন শেল্টার চাই, ঘূর্ণিঝড়ের সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বেড়িবাঁধের নীচ দিয়ে অপরিকল্পিতভাবে পানি সরানো বন্ধ করতে হবে, আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী উপহার দিতে চাই, আশ্রয় কেন্দ্র সমূহে নারী-শিশু, প্রতিবন্ধী, গর্ভবতী ও বৃদ্ধদের আশ্রয়ের জন্য যথাযথ ব্যবস্থা চাই এসব লেখা সম্বলিত পোস্টার ও প্লাকার্ড নিয়ে তাঁরা বিভিন্ন দাবি তুলে ধরেন।