বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেনের সভাপতিত্বে ইউপি সচিব শহীদুল ইসলাম ২০২২-২৩ অর্থ বছরের ৪,০৯,৯৬,৯৫৫/= টাকার প্রকাশ্য বাজেট ঘোষনা করেন। এসময় বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম, প্রোগ্রাম ফ্যাসিলেটর প্রীতিকণা রায়, প্যানেল চেয়ারম্যান আব্দুর রব, ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, ইউপি সদস্য গোলাম মোস্তফা, ডাঃ আব্দুল কাদের, খায়রুল আলম রুবেল, আব্দুল কাদের, আব্দুস সাত্তার, শামছুন্নাহার, আমেনা বেগম, সুফিয়া বেগম, রাজবুল হাসান রাজু, জিএম ফজর আলি, আব্দুর রহিম, তাপস মলিক প্রমুখ।