ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: ধলবাড়িয়া ইউনিয়নে সিপিপি গঠন ও টিম লিডার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ও রবিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক অত্র ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১৮০ জন দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বিকালে অত্র ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের টিম লিডার, ডেপুটি টিম লিডার ও ডেপুটি টিম লিডার (মহিলা) সকলের সক্রিয় অংশগ্রহণে ইউনিয়ন লিডার নির্বাচন করা হয়। এতে ইউনিয়ন টিম লিডার নির্বাচিত হন রাজবুল হাসান রাজু। ৯ টি ওয়ার্ডের ৯ জন ভোটারের মধ্যে একজন অনুপস্থিত থাকায় ৮ জনের মধ্যে ভোট যুদ্ধ অনুষ্ঠিত হয়। রাজবুল হাসান রাজু পায় ৬ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান পায় ২ ভোট। উক্ত ফলাফলের প্রেক্ষিতে রাজবুল হাসান রাজু’কে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া ডেপুটি টিম লিডারদের মধ্যে সর্বসম্মতিক্রমে শাহিনুর রহমান এবং আজমিন নাহার নির্বাচিত হন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন। নির্বাচন পরিচালনা করেন সিপিপি সহকারী পরিচালক- (শ্যামনগর) মুন্সি নুর মোহাম্মদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিপি সহকারী পরিচালক (দাকোপ) মোঃ শাহাদাত হোসেন, সিপিপি শ্যামনগর উপজেলা টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল, আশাশুনি উপজেলা টিম লিডার আব্দুল জলিল, টিম লিডার ফারুক হোসেন, আবদুল্লাহ আল মামুন, রাশেদ আহমেদ, ইউপি সচিব খাঁন আহাদুর রহমান, ইউপি সদস্য, এসএম গোলাম ফারুক, ডা. আব্দুল কাদের, কামাল পাশা, আব্দুস সাত্তার, রফিকুল ইসলাম, আমেনা খাতুন, সুফিয়া খাতুন, সামসুন্নাহার বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এসডিআরআর প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিপ্লব তপাদার প্রমুখ।