বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া জামে মসজিদে সাধারণ মানুষদের সাথে ইফতার করেছেন সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। গতকাল ১৭ মার্চ রবিবার বিকাল সাড়ে ৫টায় ধলবাড়িয়া জামে মসজিদের আয়োজনে মসজিদে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মাদ্রাসা পরিচালনা কমিটির কর্মকর্তা-সদস্য, আলেম ওলামায়ে কেরামগন, পবিত্র কুরআনের হাফেজ শিক্ষার্থীদের উপস্থিতিতে অত্র মসজিদের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আবদুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং সাধারণ মানুষদের সাথে ইফতার করেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের এই দিনে সাধারণ মানুষের সাথে ইফতার করতে পারছি এটা আমার বড় পাওয়া। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং অত্র মসজিদের উন্নয়নকল্পে আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান টুটুল, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি, সাধারণ সম্পাদক নাজমুস সাদাত রাজা, সহ-সভাপতি মোঃ আব্দুল গফফার, ক্রিড়া সম্পাদক মোঃ আব্দুল গফফার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী সওকত হোসেন, সাধারণ সম্পাদক আনসার উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজার তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মোঃ নাসির আহমেদ।