মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই জরিমানার মুখে পড়েছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। ইচ্ছাকৃতভাবে অজি ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন এই তারকা। পাশাপাশি আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। ঘটনার সূত্রপাত হয় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়। সে সময় দুর্দান্ত ব্যাটিং করছিলেন কনস্টাস। দুই ওভারের মাঝে হেঁটে যাওয়ার সময় কনস্টাসকে ধাক্কা মারেন কোহলি। হেঁটে যাওয়ার সময় স্পষ্ট দেখা যায় কাঁধ দিয়ে ১৯ বছর বয়সী কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা লাগান কোহলি এবং এই ঘটনার পর দুই ক্রিকেটারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে উসমান খাজা ও আম্পায়াররা পরিস্থিতি সামাল দেন। ধাক্কা লাগিয়ে আইসিসির নিয়মের ২.১২ নম্বর ধারা ভেঙেছেন বিরাট কোহলি। ওই ধারায় উল্লেখ করা আছে, কোন খেলোয়াড় অপরকে শারীরিকভাবে স্পর্শ করতে পারবেন না। কারণ ক্রিকেট শারীরিক সংস্পর্শের কোন খেলা নয়। ফিল্ডিংয়ের সময় অনিচ্ছাকৃতভাবে লেগে যেতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। নিয়ম ভাঙার পর কোহলিকে শাস্তি দিতে বেশি সময় নেননি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং নামের পাশে যুক্ত হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। কোহলিও নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। এই ঘটনার পর থেকেই বইছে নিন্দার ঝড়। কোহলির সমালোচনা করেছেন রিকি পন্টিং, রবি শাস্ত্রীর মতো সাবেক তারকারা। কনস্টাসের অভিষেক রাঙানোর ফিফটির পাশাপাশি অস্ট্রেলিয়ার হয়ে ফিফটির দেখা পেয়েছেন উসমান খাজা, মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথ। প্রথম দিনশেষে ৬ উইকেটে ৩১১ রান তুলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।