দেবহাটা অফিস \ দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, সবুজের সমারোহ, তক তকে প্রাণময় ধান ক্ষেত, সোনালী স্বপ্ন বুননের কারিগর কৃষক ধান ক্ষেত্রের পরিচর্যায় রত, নানান ধরনের কীটপতঙ্গের আক্রমন, সেচ আর শ্রমিক মূল্য সেই সাথে সনাতনী এবং আধুনিক চাষাবাদের সংমিশ্রন চাষাবাদের উন্নয়নে, অধিকফলনের কারিগর কৃষকের ও চাই জানা শোনা, প্রয়োজন পরামর্শের আবার উৎসাহের প্রয়োজন অধিক উৎসাহ যোগাতে পারে কৃষক কুলের। প্রখর রৌদ্রে কৃষক ক্ষেতে কাজ করছেন রৌদ্র বৃষ্টির সঙ্গী কৃষকের মাঝে তপ্ত রৌদ্রকে মোকাবিলা করে উপস্থিত হলেন দেবহাটা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ঘটনাস্থল উপজেলার ইছামতি সীমান্ত পারের গ্রাম ভাতশালা, কাজে ব্যস্ত কৃষকরা প্রথমে জানতেই পারেনি তাদের মাঝে উপস্থিত হয়েছেন সদা হাস্বজ্জ্বল নির্বাহি অফিসার। চাষাবাদের খোজ নিচ্ছেন, সময়মত ঔষধ, পরিচর্যা, সেচ যেন ঘাটতি না হয়, বর্তমান সরকার কৃষকদের বিনামূল্যে বীজ, সার, ঔষধ সরবরাহ করছে, কোন সমস্যা হলে আমাকে কৃষি অফিসারকে জানাবেন, সাথে ছিলেন কৃষি অফিসার শরিফ তিতুমীর, ততোক্ষনে কৃষকরা জেনে গেছেন তাদের মাঝে তাদেরকে উৎসাহ দিতে, সমস্যা জানতে সরকারের দেওয়া বীজ সার সহ অন্যান্য সুবিধা পাচ্ছেন কিনা তা যাচাই করতে উপস্থিত হয়েছেন নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, নির্বাহী অফিসারকে কাছে পেয়ে আবেগে, আনন্দে আভিভূত হলেন কৃষক কুল, উৎসাহ আর আবেগের স্রোতে কৃষকরা বলেই ফেললেন আমাদের খোজ নিতে, চাষাবাদ দেখতে, উৎসাহ, দিতে এই প্রথম কোন নির্বাহী অফিসার আসলেন উত্তর দিলেন এভাবেই আপনাদের সুবিধা অসুবিধা দেখতে সরকারের হয়ে আমি এসেছি। সরকার কৃষক এবং কৃষি বান্ধব, আমি আমার দায়িত্বপালন করছি আর এই দায়িত্ব পালন সত্যিই গর্বের, আনন্দের। যে কোন সমস্যায় দেবহাটা উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগ আপনাদের সাথে থাকবে এবং আছে। কাঁদামাটি কে সঙ্গী করে ফিরলেন প্রশাসন পরিবারের দক্ষ, সৎ চৌকস এবং দেবহাটা বাসির আস্থা প্রতিমুখ নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।