ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজারখোলায় জোহরা বেগম নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এলাকাবাসী ও সর্বসম্মতিক্রমে কমিটিতে ধুলিহরের সাবেক চেয়ারম্যান আ. আশরাফুজ্জামান খোকন—কে সভাপতি এবং ব্রহ্মরাজপুর বাজারের ব্যবসায়ী মো. নাজমুল হোসেন—কে সাধারণ সম্পাদক সহ ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যোন্য সদস্য হলো সহ— সভাপতি মো: আল—মামুন, যুগ্ন সাধারন—সম্পাদক ধুলিহরের বিশিষ্ট ব্যবসায়ি মো: মামুন হোসেন, ক্যাশিয়ার হাফেজ আনোয়ার হোসেন,সহ ক্যাশিয়ার হাফেজ আল—আমিন,সদস্য মো: মানিক গাজী,মো: রাজু আহম্মেদ,মো: শরিফুল ইসলাম,মো: আজহারুল ইসলাম,মো: আবুহার, মো: জিন্নাত আলী প্রমুখ। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও ছাত্র—ছাত্রীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।