ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের—২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বি.বি.এন কে দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ আলমগীর হোসেন, ধুলিহর সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রহিম প্রমুখ। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন—, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনজুর এ মতিন, সাংবাদিক মোঃ ইমরান হোসেন, ক্রিড়া শিক্ষক মোঃ হাবিবুর রহমান, ধর্মীয় শিক্ষক মোঃ শামসুরজ্জামান, গণিত শিক্ষক কঙ্কন কুমার সাহা, ইংরেজি শিক্ষক মোঃ আজিজুল রহমান, রেহেনা আক্তার বানু, শর্মিষ্ঠা মজুনদার, সাতত্ব সুন্দর মন্ডল, সূনীল কুমার, দেবজনিতা মল্লিক, মোঃ নাছিরুজ্জানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ফলাফল সীট ও কৃতি—শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মো.রুহুল আমীন বাবলু।