ধুলিহর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে বিরোধীয় বিষয় মিমাংশা হয়ে ছাত্র-ছাত্রীরা ক্লাসে ফিরেছে। প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে গতকাল সকালে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার সুধি ব্যক্তিদের সাথে নিয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ মামুনুর রহমান আলোচনা করে ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফেরার আহবান জানালে ছাত্র-ছাত্রীরা সম্মতি দিয়ে ক্লাস শুরু করেছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদন ও সাহেব চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহার উদ্দীন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদন আব্দুল মালেক গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোমিনুর রহমান, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোমিনুর রহমান মুকুল, আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন বাবু সহ ম্যানেজিং কমিটির সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারি শিক্ষক মোঃ আজিজুর রহমান।