ধুলিহর প্রতিনিধি \ ধুলিহরের সাবেক সফল চেয়ারম্যান ও বিএনপি নেতা মরহুম মুদাছিরুল হক হুদার স্মরণে ধুলিহর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রবিবার বিকালে ধুলিহর ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহাবুদ্দিন সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষকদলের সদস্য সচিব মো: রবিউল ইসলাম রবি। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকদলের আহবায়ক মো: আনারুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন হবে আহসান তাগদীর রুবেল, যুবদল নেতা ও ইউপি সদস্য মো: ফারুক হোসেন মিঠু, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. কবির হোসেন, বিএনপি নেতা গোলাম মোস্তফা বাবু, নাজমুল হোসেন, আনারুল ইসলাম, ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমুখ। ধুলিহর ইউনিয়ন কৃষকদলের যুগ্ন—আহবায়ক মো: আব্দুল গফফার ও মো: মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কৃষকদল নেতা মো: মফিজুল ইসলাম, মো: শফিকুল ইসলাম, আবু হানিফ, রফিকুল ইসলাম, তুহিন হোসেন, আয়ুব মোল্লা, কায়ুম গাজী, আফসার হোসেমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। ধুলিহর কৃষক দলের সদস্য সচিব নাছির উদ্দিন বুলুর সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করে মাও: মনিরুজ্জামান হেলালী।