মো: ইমরান হোসেন ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে যুব সমাজকে মাদকসহ সকল প্রকার অপরাধ থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে ঐক্যবদ্ধ রাখতে অনুষ্ঠিত হলো ডে—নাইট ভলিবল টুর্নামেন্ট। মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে ধুলিহর ভলিবল টিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: একরামুল কবির পুটে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শোয়াইব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: শাহিনুল ইসলাম, ধুলিহরের সাবেক চেয়ারম্যান আ. আশরাফুজ্জামান খোকন, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: তাগদির আহসান রুবেল, ইউপি সদস্য মো: আনিছুর রহমান আনিস, সাবেক ইউপি সদস্য মো: শাহাজান কবির ও বিশিষ্ট ব্যবসায়ী ফয়সালসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। চার দলীয় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে বাদামতলা, বুড়িয়া—ফকরাবাদ, দেবদুয়ার—শেখপাড়া এবং খানপুর ভলিবল একাদশ। প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে শ্যামনগরের খানপুর ভলিবল একাদশ এবং চ্যাম্পিয়ন হয় বাদামতলা ভলিবল একাদশ। পুরস্কার হিসেবে রানার্স আপ দলকে দেওয়া হয় নগদ ১০,০০০ টাকা এবং চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় নগদ ১৫,০০০ টাকা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন মাহমুদ এন্টারপ্রাইজ, কামাননগর বাজার এবং কর্টর বিডি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাও: খালিদ সাইফুল্লাহ। ধারাভাষ্যকার ছিলেন মো: মিজানুর রহমান ও আতাউর রহমান রিংকু।