ধুলিহর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে গত ২০ তারিখে নিয়ম বহির্ভূত ভাবে বরখাস্তের ঘটনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের টানা ০৪ (চার) দিনের আন্দোলন সফল বিষয়টি মিমাংশা হয়েছে। গত কাল বিকালে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিষয়টি মিমাংশা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সভাপতি এস এম মাহবুবর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ডি. বি. ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুর রহমান মুকুল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুলাহ আমান, সাধারণ সম্পাদাক আব্দুল মালেক গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুলাহ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন, মোঃ সাগর আলী, মোঃ আরিফ হোসেন। গবেষণা কর্মকর্তা মহসিনা ফারহানা আফরোজ, জেলা প্রশিক্ষণ কো-অডিনেটর মোঃ সোহেল রানা। ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দীন, আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন বাবু, জয়নাল হোসেনসহ ম্যানেজিং কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিস্তারিত আলোচনায় ভুল বোঝাবুঝির অবসন ঘটিয়ে প্রধান শিক্ষককে অবৈধ ভাবে বরখাস্ত প্রত্যাহার ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বিষয়গুলি সভাপতি দেখবেন বলে প্রতিশ্রুতি দেন। এ ঘটনায় উপস্থিত কর্মকর্তা বৃন্দ আজ ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাকদের সাথে বিস্তারিত আলোচনা করে নিয়মিত ক্লাস শুরুর ব্যবস্থা করবেন বলে আশা বাদ ব্যক্ত করেন।