এফএনএস বিদেশ : পূর্ব চীন সাগরজুড়ে তোলপাড় সৃষ্টি করে ধেয়ে আসছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ঝড় ‘হিন্নামনর’। এ ঝড়ের কারণে তীব্র ঝুঁকির মুখে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলো। খবর এনডিটিভির। ইউএস জয়েন্ট টাইফুন সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুসারে, সুপার টাইফুন হিন্নামনর বর্তমানে প্রতি ঘণ্টায় প্রায় ১৬০ মাইল (২৫৭ কিলোমিটার) বেগে শক্তি সঞ্চয় করছে, যা প্রতি ঘণ্টায় ১৯৫ মাইল পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ টাইফুন ৫০ ফুট (১৫ মিটার) পর্যন্ত ঢেউ সৃষ্টি করছে। জাপান আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা জানান, বর্তমানে রেকর্ড করা সর্বোচ্চ টেকসই বাতাসের গতির ওপর ভিত্তি করে হিন্নামনর ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে। হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানায়, স্থানীয় সময় গতকার বুধবার সকাল ১০টায় টাইফুনটি জাপানের ওকিনাওয়া থেকে প্রায় ২৩০ কিলোমিটার পূর্বে কেন্দ্রীভ‚ত ছিল এবং এটি ঘণ্টায় ২২ কিলোমিটার বেগে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে রিউকিউ দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের (জেটিডব্লিউসি) পূর্বাভাস বলছে, শক্তিশালী এ সুপার টাইফুনটি মূল ভ‚খন্ডে আছড়ে পড়ার আগে কিছুটা শক্তি হারাবে।