আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে বিকাল ৫টায় মাস্টার আব্দুল মাজেদের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভাশ প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ মাহাবুবুর রহমান, মোল্লা জামাল উদ্দিন, আকবর হোসেন, মতিয়ার রহমান মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার সুপার মাওঃ একরামুল কবির।