আটুলিয়া প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়ায় ঐতিহ্যবাহী নওয়াবেঁঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির এক বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত শনিবার বিকাল ২টা হতে বাজার ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অফিস সংলগ্ন মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, বাজার ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা—সদস্য, ব্যবসায়ী ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু ও লাঠি খেলার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু এর সভাপতিত্বে ও মোল্লা জামাল উদ্দিনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, উপাধ্যক্ষ মাওঃ আব্দুর রউফ, সুপার মাওঃ একরামুল কবির, আটুলিয়া জামায়াত ইসলামীর আমির প্রভাষক মাওঃ আব্দুল হামিদ, বিএনপি’র ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোড়ল, মাওঃ মাহবুবুর রহমান, বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান মনি প্রমুখ। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী এক হাজার কাড ধারী প্রত্যেক ব্যক্তিকে সান্তনা পুরস্কার হিসেবে একটি করে প্লেট প্রদান করা হয়।