আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের রেক্সোনা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। রেক্সোনা খাতুন(৪৭) নওয়াপাড়া গ্রামের রায়হান হোসেনের মা এবং রবিউল ইসলামের স্ত্রী। সোমবার সন্ধ্যায় তিনি স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করেন। মঙ্গলবার সকাল ১০টায় নোয়াপাড়া নতুন মসজিদের ঈদগাহ সংলগ্ন তেঁতুল তলায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজে বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর সাকি ফেরদৌস (পলাশ), বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আছাফুর রহমানসহ উপজেলা বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মরহুমার স্বামী রবিউল ইসলাম জানান, গত শুক্রবার বুধহাটার একটি ক্লিনিকে তার স্ত্রীর ফাইব্রড (জরায়ুর টিউমার) অপারেশন করা হয়। ঘটনার দিন (সোমবার) তার শরীরের অবস্থা বেশ স্বাভাবিক মনে হয়। বিকালে সে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। আমার ছেলের শ্বাশুড়ি বাথরুমে পড়ে যাওয়ার শব্দ পেয়ে দ্রুত বাথরুমের দিকে গেলে তার স্ট্রোকের বিষয়টি বুঝতে পারে। তাৎক্ষণিক ক্লিনিক কতৃপক্ষ এ্যাম্বুলেন্স করে সাতক্ষীরা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।