বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে আহলে হাদীছ আনবদোলন বাংলাদেশ নওয়াপাড়া শাখা কমিটি পুনঃ গঠন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নওয়াপাড়া আহলে হাদীছ জামে মসজিদে অনু্ষ্িঠত সভায় এ কমিটি গঠন করা হয়। নওয়াপাড়া আহলে হাদীছ জামে মসজিদ (নতুন) কমিটির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, আহলে হাদীছ আন্দোলন আশাশুনি উপজেলা সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাওঃ হাবিবুল্লাহ বাহার। সভায় সরবসম্মতি ক্রমে আলহাজ্ব হাবিবুর রহমানকে সভাপতি, মেজবাহ উদ্দীন সরদারকে সহ-সভাপতি, আলহাজ্ব আঃ কুদ্দুছ গাজীকে সেক্রেটারী, সিরাজুল ইসলাম সরদারকে অর্থ সম্পাদক, আঃ ছালাম সরদারকে সাংগঠনিক সম্পাদক, নাজিম উদ্দিন সরদারকে প্রচার সম্পাদক, মিজানুর রহমান গাজীকে সাহিত্য ও পাঠাগার সম্পাদক, ছবেদ আলী গাজীকে যুব সম্পাদক, জাকির হোসেনকে দপ্তর সম্পাদক ও রফি উদ্দীন গাজীকে সমাজ কল্যাণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।