বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার নওয়াপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজার পরিসমাপ্তি ঘটবে। বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় ১০ম তম পূজা ২০ নভেম্বর মঙ্গলঘট স্থাপন ও আমন্ত্রণ অধিবাসের মধ্যদিয়ে শুরু হয়। ২১ নভেম্বর দেবীর প্রথম প্রহর পূজা আরম্ভ, পরে দ্বিতীয়া ও তৃতীয়া, ২২ নভেম্বর দশমী বিহিত পূজা সমাপনান্তে দর্পন, বিসর্জন এবং যাত্রামঙ্গল এবং সন্ধ্যায় ধর্মীয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, বুধহাটা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিভাষ দেবনাথ, সাধারণ সম্পাদক রিপন মুখার্জী, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।