আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার আটুলিয়ার নওয়াবেঁকী বাজারে নবনির্বাচিত বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২১ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় নওয়াবেঁকী চাঁদনী বাজার প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র বাজারের সকল ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নবনির্বাচিত বাজার ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিড়ালক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ একরামুল কবীর এর সভাপতিত্বে ও মোল্লা জামাল উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, আটুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আটুলিয়া ইউনিয়ন সিপিপি লিডার মোঃ আবির হোসেন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিএম সালাউদ্দিন, সদস্য মোঃ মারুফ বিল্লাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, নওয়াবেঁকী খাদ্য গুদাম এর ভার প্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, ইউপি সদস্য আখতারুজ্জামান লিটিল, ইউপি সদস্য মোশাররফ হোসেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম সহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।