আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কতৃক আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা অভাবনীয় সাফল্য অর্জন করেছে।শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর অনুষ্ঠিত ৮টি ইভেন্টে অংশ নিয়ে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা ৮টি ইভেন্টেই ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে।নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় ৮ম শ্রেণির ফাহমিদা ইয়াসমিন ইশা ১ম হয়েছে।হামদ প্রতিযোগিতায় ক গ্রপে ৭ম শ্রেণির নেয়ামতুল্যাহ রিফাত,খ গ্রুপে ৯ম শ্রেণির হাসান শাহরিয়ার,ঘ গ্রুপে ফাজিল ২য় বর্ষের শিহাবুন সাকিব,নাত প্রতিযোগিতায় ক গ্রুপে ৬ষ্ঠ শ্রেনির আফরিদা সিদ্দিকা মুস্তারি,খ গ্রুপে ৯ম শ্রেণির শিফা মনি,ঘ গ্রুপে ফাজিল ৩য় বর্ষের আব্দুল কাদের এবং তাৎক্ষণিক অভিনয়ে ক গ্রুপে ৭ম শ্রেণির নুসরাত সুরাইয়া মুন ১ম স্থান অর্জন করেছে।অধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন,এই গৌরবোজ্জ্বল সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।এজন্য তিনি শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।