আটুলিয়া প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার আটুলিয়া নওয়াবেঁকী মহাবিদ্যালয় “সবুজে সমাদৃত” ক্যাম্পাস গড়ে তোলার জন্য অধ্যক্ষ মোঃ জুলফিকার আল মেহেদীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার আটুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার লাইব্রেরী’র পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। নওয়াবেঁকী হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এম আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ডক্টর এ কে এম আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাঙ্ক কুমার মন্ডল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও মানবতা লাইব্রেরীর সদস্যবৃন্দ।