নগরঘাটা প্রতিনিধি ঃ অনাবৃষ্টি আর পোঁকা মাকড়ের উপদ্রোবের কারণে তালার নগরঘাটায় আমন ধান বিনষ্ট হয়ে গেছে। যার ফলে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে হতাশার ছাপ। বর্তমানে সার কীটনাশকের মূল্য বৃদ্ধি অন্যদিকে আমন ফসলের ব্যাপক ক্ষতির কারণে কৃষকরা নাভিশ্বাস হয়ে উঠেছে। এ ব্যাপারে কৃষক মোঃ আকরাম আলী খাঁর দৈনিক দৃষ্টিপাতকে জানান ১০ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। এই আমন ধান আবাদ করতে গিয়ে তার সর্বমোট খরচ হয়েছে ৩০ থেকে ৩২ হাজার টাকা। এ বছর অনাবৃষ্টির কারণে ১০ বিঘা জমির আমন ধান সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। তিনি জানান আমন ধানের খরচ পুষিয়ে উঠতেই আবাদ করা ধানের জমি নতুন করে চাষ করে জমিতে সরিষা চাষ করতে হয়েছে তার। এ যেন মরার উপর খাড়ার ঘাঁ। এছাড়া মোঃ মিজানুর রহমান জানান অনেক আশা নিয়ে আড়াই বিঘা জমিতে ১০ ধান চাষ করেছেন। জমিতে তার খরচ হয়েছে ১৪ থেকে ১৫ হাজার টাকার মত। পোঁকা মাকড়ের উপদ্রোব আর অনাবৃষ্টির কারণে সম্পূর্ণ ধান নষ্ট হয়ে গেছে। এক টুকরা ধান তার বাড়ীতে উঠবে না। এইভাবে নগরঘাটা ইউনিয়নে অনেক কৃষক আমন ধান করে ব্যাপক ক্ষতির সম্মূখিন হয়েছেন।