নগরঘাটা প্রতিনিধি \ নগরঘাটায় একই রাতে ক্লকসিকল গেইটের তালা ভেঙ্গে ৩ বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। তবে বাড়ী থেকে তেমন কোন বড় ধরণের মালামাল চুরি নিয়ে যেতে পারেনি সংঘবদ্ধ চক্রটি। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দিবাগত রাতে। জানা যায় নগরঘাটা কালীবাড়ী এলাকার অনন্ত পরমানিকের বাড়ীতে সংঘবদ্ধ চক্রটি গভীর রাতে প্রবেশ করে। এ সময় চক্রটি ক্লকসিকল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করতে গেলে অনন্ত পরমানিকের ছেলে তালা ভাঙ্গার শব্দ শুনতে পায়। তাৎক্ষনিকভাবে সে ঘর থেকে বেরিয়ে আসা মাত্রই সংঘবদ্ধ চক্রটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সম্ভব হয়। এছাড়া ঐ রাতে কালিবাড়ী এলাকার প্রভাষক ইছাহক আলী সরদার ও মোঃ সহিদুল ইসলামের বাড়ীতে চোর চক্রটি প্রবেশ করলেও তেমন কোন বড় ধরণের মালামাল নিয়ে যেতে পারেনি বলে জানা গেছে।