নগরঘাটা প্রতিনিধি ঃ তালার নগরঘাটায় বিভিন্ন জাতের কবুতর পালন করে সংসারে স্বচ্ছলতা এনেছেন ২ সহদর। তারা হলেন নগরঘাটা বাগপাড়া গ্রামের মোঃ আব্দুল আলিমের পুত্র মোঃ আব্দুল মান্নান ও মোঃ হাসান আলী। মোঃ হাসান আলী ভাটার কাজ ছেড়ে দিয়ে ২ বছর ধরে শখের বসে কবুতর পালন করা শুরু করেন। লাভের মুখ দেখতে পাওয়ায় পরবর্তীতে সে বানিজ্যিক ভাবে কবুতর পালন করা শুরু করেন। রেচার ও হোমার দুই জাতের কবুতার পালন করছেন তিনি। মোঃ হাসান আলীর খামারে দামি কবুতর আছে মোট ৮ জোড়া। এছাড়া রয়েছে অনেক দেশীয় জাতের কবুতর। দেড় মাস অন্তর অন্তর ২ টা করে বাচ্চা দিয়ে থাকেন কবুতর। মোঃ হাসান আলী দৈনিক দৃষ্টিপাতকে জানান এক জোড়া রেচার জাতের কবুতরের বাচ্চা বিক্রি হয় ১৪ থেকে ১৫ শত টাকা এবং একজোড়া বড় জাতের কবুতর বিক্রি হয় ৪ হাজার থেকে ৫ হাজার টাকা। এই ভাবে মোঃ হাসান আলী প্রত্যেক মাসে কবুতর বিক্রি করে আয় করে থাকেন ১০ থেকে ১১ হাজার টাকা। এছাড়া মোঃ হাসান আলীর বড় ভাই মোঃ আব্দুল মান্নান একই ভাবে দেশীয় জাতের কবুতর পালন করে সংসারে স্বচ্ছলতা ফিরে এনেছেন।